Customs, Excise & VAT Commissionerate, Dhaka(North)

চেয়ারম্যানের প্রোফাইল


Abu Hena Md. Rahmatul Muneem.png

আবু হেনা মোঃ রহমাতুল মুনিম

সিনিয়র সচিব
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
অর্থ মন্ত্রণালয়

চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
বাংলাদেশ


জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড হিসেবে ০৬ জানুয়ারি, ২০২০ খ্রি. তারিখে যোগদান করেন। ইতোপূর্বে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিবসহ কেন্দ্রিয় ও মাঠ প্রশাসনে ৩৪ বছরের অধিককাল অত্যন্ত দক্ষতা ও পেশাদারীত্বের সাথে সিভিল সার্ভিসের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন ক্যাডার) এ যোগদান করেন।

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিস্তৃত জ্ঞানভিত্তিক এবং অভিজ্ঞতা অর্জনের সাথে সাথে তিনি প্রতিটি পর্যায়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ৯ মে, ২০১৮ খ্রি. হতে ০৪ জানুয়ারি, ২০২০ খ্রি. পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এই পদ গ্রহণের আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব পদে) পদে কর্মরত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব (Geology) বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি Academy for Planning and Development থেকে Diploma in Development Planning ও নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ হতে এমবিএ (ফিনান্স) ডিগ্রি অর্জন করেন।

পেশাগতভাবে মাঠ প্রশাসনে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চার্জ অফিসার (জোনাল সেটেলমেন্ট অফিস) এবং বিভাগীয় কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনে দায়িত্ব পালনকালে তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি), সামাজিক সুরক্ষা নেটওয়ার্ক, ডিজিটাল বাংলাদেশের আইসিটি সম্প্রসারণের মাধ্যমে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়, স্থানীয় সরকার কার্যক্রম পর্যবেক্ষণ, দুর্যোগকালীন সুষ্ঠু ব্যবস্থাপনা, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দ্রুতগতি ও অগ্রাধিকার প্রকল্পসমূহ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

সিভিল সার্ভিসে যোগদানের পরে, জনাব মুনিম বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্স, আইন ও প্রশাসন সম্পর্কিত বিশেষ কোর্স, Advanced Course on Administration and Management (ACAD), Managing at the Top-2 (MATT-2), Energy Management Training Course। সরকারি দায়িত্বের অংশ হিসাবে তিনি দেশে-বিদেশে বিভিন্ন আলোচনা সভা, কর্মশালা, শীর্ষ সম্মেলন ও সেমিনারে অংশ নিয়েছেন।

জনাব মুনিম সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।



কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)

ঠিকানা: হাউজ নং-২১, রোড: ২৭ সেক্টর:৭, উত্তরা, ঢাকা-১২৩০।

টেলিফোন : ০২-৪৮৯৫৮১১৫

ফ্যাক্স :

ইমেইল : commdkn@gmail.com commdkn@yahoo.com

ফেসবুক : https://www.facebook.com/dhakanorthvat